সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘিরে সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

Attack

শরীয়তপুরে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দশজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে পালং মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

কালীগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুরে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি নেই। পুরাতন কমিটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বিলুপ্ত করা হয়। এদিকে জেলায় কার্যক্রম গতিশীল করতে মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে এইচ.এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

1000189677

বিকেলে একটি পক্ষ কমিটি ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিজয় মিছিল করে। অপরদিকে আরেকটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিল দুটির একটি পালং থানার সামনের গেটের সড়ক ও আরেকটি মিছিল পেছনের গেটের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই একটি পক্ষ আরেকটি পক্ষের ওপর হামলা চালায়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে অন্তত পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘দুই সন্তানের জনক, শ্রমিক নেতা’ ছাত্রদলের আহ্বায়ক, কমিটি বাতিলের দাবি

1000189678

এ বিষয়ে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ সতর্ক থাকায় বিষয়টি কন্ট্রোল করা সম্ভব হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর