ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে মহব্বত আলী নামে একজন নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নিহতের ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন
এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ। মামলায় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামকে প্রধান আসামি করে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, মঙ্গলবার বিকেলে নিহতের ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু
বিজ্ঞাপন
এর আগে রোববার সকাল ৮টার দিকে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে মহব্বত আলী নামে একজন নিহত হয়। এ ঘটনার পর থেকে উপজেলার জামাল ইউনিয়নজুড়ে ভাঙচুর-লুটপাট অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এমইউ

