মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রেলস্টেশনে পাগলির প্রসববেদনা, ফায়ার সার্ভিসের সহযোগিতায় সন্তান জন্ম

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

Child

যশোরে মানসিক ভারসাম্যহীন (পাগলি) এক নারী (২৬) ছেলে সন্তানের মা হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) ভোরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি নবজাতক শিশুর জন্ম দেন। তবে নবজাতক সন্তানের বাবার পরিচয় জানা যায়নি। ফলে নবজাতকের বাবা কে তা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, যশোর সদর উপজেলার রুপদিয়া রেলস্টেশনে রাতভর প্রসববেদনায় ছটফট করছিলেন মানসিক ভারসাম্যহীন (পাগলি) ওই নারী। স্থানীয় লোকজন ঘটনাটি ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। লেবার ওয়ার্ডে ভোর সোয়া ৫টার দিকে তিনি ছেলে সন্তানের জন্ম দেন।


বিজ্ঞাপন


মানসিক ভারসাম্যহীন ওই নারী নাম নাজমা বলে জানান। তার বাড়ি কোথায় বা নবজাতকের বাবা কে সেসব বিষয়ে কিছুই বলতে পারেননি।

thumbnail_44479

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাবীবা সিদ্দিকা ফোয়ারা জানান, মানসিক ভারসাম্যহীন নারী লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। মা ও নবজাতক সুস্থ আছে। সরকারিভাবে তার চিকিৎসাসেবা চলছে।

আরও পড়ুন

সীমান্তে দাঁড়িয়ে মৃত মায়ের মুখ দেখলেন দুই মেয়ে

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ঘটনাটি শুনলাম। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফায়ার সার্ভিস যশোরের সহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, মানসিক ভারসাম্যহীন এক নারী রুপদিয়া রেলস্টেশনে প্রসববেদনায় ছটফট করছিলেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ছেলে সন্তান জন্ম দিয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর