টাঙ্গাইলের বাসাইলে ত্রাণ নেওয়ার জন্য এসে হিট স্ট্রোকে আমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়েছেন আরও ৪/৫ জন।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় মাঠে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আমেনা বেগম (৬৫) উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া গ্রামের মৃত ফারুখ আহমেদের স্ত্রী।
আরও পড়ুন: পলাশবাড়ীতে একই ঘরে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। এর কয়েক ঘণ্টা আগেই অন্যান্যদের মতো আমেনা বেগমও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ত্রাণের জন্য। এ সময় ওই বৃদ্ধা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় গরমে আরও ৪/৫ জন আহত হন।
বিজ্ঞাপন
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। নিহতের স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
প্রতিনিধি/ এমইউ

