শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও ২৬ বাংলাদেশিকে পুশইন 

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও ২৬ বাংলাদেশিকে পুশইন 

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ও চাকলাহাট ইউনিয়নের দু’টি সীমান্ত পয়েন্ট দিয়ে আবারও ২৬ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (৩ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বিজিবি সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী ও চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে ২৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠায় বিএসএফ। এর মধ্যে ৯ জন নারী, আটজন পুরুষ ও ৯ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার বাসিন্দা এবং দীর্ঘ ১০-১৫ বছর ধরে ভারতে বসবাস করছিলেন।

হাড়িভাষা ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশ প্রথমে ৯ জনকে দেখতে পেয়ে আটক করে এবং উপজেলা প্রশাসনকে অবহিত করে। এরপর স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা আরও ১৭ জনকে সীমান্ত এলাকা থেকে আটক করে হেফাজতে নেয়।

আরও পড়ুন: গাজীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেফতার 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে ভারতের সিআইডি পুলিশ তাদের আটক করে কলকাতায় নিয়ে যায়। পরে তাদের উড়োজাহাজে করে বাগডোগরায় এনে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিএসএফ তাদের পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদোজা জানান, “ঘটনার পর আমরা বিএসএফের সঙ্গে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক করেছি। আটকদের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, “রত্নীবাড়ী বিওপি থেকে ১৭ জন এবং ঘাগড়া বিওপি থেকে ৯ জনসহ মোট ২৬ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের জন্য আপাতত নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তারা প্রকৃত বাংলাদেশি কিনা, তা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর