সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক কোটি টাকারও বেশি মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৩০ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই এবং সোনারহাট বিওপি কর্তৃক অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হবিগঞ্জ সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইন
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে - বিপুল পরিমাণ ভারতীয় সুপারি, মহিষ, স্কিন সানরাইজ ক্রিম, গরুর মাংস, পন্ডস ফেসওয়াশ, বিভিন্ন প্রকার পুরাতন মোবাইল ও ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ। একই সময়ে চোরাইমাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি ১০ লাখ ৭২ হাজার ৬৯৯ টাকা।
আরও পড়ুন: সীমান্তে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ
বিজ্ঞাপন
চোরাইপণ্য জব্দের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার এক কোটি ২৮ লাখ ৯৭ হাজার ২১৪ টাকার এবং এর আগে গত রোববার আরও এক কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৫৫০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়। সব মিলিয়ে গত ছয় দিনে বিজিবির হাতে জব্দ হলো তিন কোটি ৮২ লাখ ৭ হাজার ৪৬৩ টাকার ভারতীয় পণ্য।
প্রতিনিধি/ এমইউ

