সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পড়ে থাকা ব্যাগ থেকে ৫ মাথার খুলি উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

পড়ে থাকা ব্যাগ থেকে ৫ মাথার খুলি উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারের ময়লার স্তূপে পড়ে থাকা একটি কালো ব্যাগ থেকে পাঁচটি মানুষের খুলি ও কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা দেওয়ানগঞ্জ বাজারের একটি ময়লার স্তূপের পাশে পড়ে থাকা ব্যাগটি দেখতে পান। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পঞ্চগড়ে কবর খুঁড়ে ৫ কঙ্কাল চুরি

ব্যাগটি সন্দেহজনক মনে হলে তারা বিষয়টি থানায় জানান। খবর পেয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে পাঁচটি মানুষের মাথার খুলি ও অন্যান্য হাড়গোড় উদ্ধার করে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করে। তবে এই রহস্যজনক কঙ্কাল উদ্ধারের ঘটনায় আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

আরও পড়ুন: গাজীপুর নালা উদ্ধারে উচ্ছেদ অভিযান


বিজ্ঞাপন


এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, “একটি কালো ব্যাগের ভেতর থেকে পাঁচটি খুলিসহ মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কঙ্কাল চোরচক্র এগুলো কোথাও পাচার করতে গিয়ে ব্যর্থ হয়ে ফেলে রেখে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর