পঞ্চগড় সদর পৌরসভার কাগজিয়াপাড়া কবরস্থানের কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১ জুন) দিবাগত রাতে পঞ্চগড় পৌরসভার কাগজিয়াপাড়া এলাকায় পঞ্চগড় সুগার মিল এলাকার ট্রেনিং কমপ্লেক্স ও কাগজিয়াপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
সোমবার (২ জুন) সকালে তেলিপাড়া গ্রামের আব্দুল কাদের তার বাবার কবর জিয়ারত করতে গেলে চোখে পড়ে ‘খোঁড়া কবর’ ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাটি। বিষয়টি তার মাধ্যমে জানাজানি হওয়ার পরপরই অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন। একইসাথে ছুটে আসেন মৃত ব্যক্তিদের স্বজনরা।
কঙ্কাল চুরি যাওয়া মৃত ব্যক্তিরা হলেন - ২০২৪ সালে মারা যাওয়া তসিরুল আলম (৭৫), চার বছর আগে মারা যাওয়া রাইয়ান আজমি বিজয় (১৫), দুই বছর আগে মারা যাওয়া হামিদা বেগম (৭০), তোজো (৮০) ও এক বছর আগে মারা যাওয়া আব্দুস সাত্তার (৭০)।
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা গোপনে কবরস্থানে প্রবেশ করে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কালগুলো তুলে নিয়ে যায়। একই সময় একটি কবরের ওপর কালো রঙের লুঙ্গি পড়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। একইসাথে বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযোগ পেলে পরবর্তীতে আরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

