ময়মনসিংহে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুর ও বিকেলে জেলার গফরগাঁও, নান্দাইল ও ফুলবাড়িয়ায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফরিদপুরে বজ্রাঘাতে তুলার গোডাউন পুড়ে ছাই
বজ্রপাতে মৃতরা হলেন - গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের কারি মো. হযরত আলীর ছেলে সোহাগ মিয়া (৩২), নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মোহাম্মদ হযরত আলীর ছেলে মো. সাইদুল হক (১২) ও ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামের মৃত ইউনূস আলীর ছেলে শফিকুল ইসলাম (২৮)।
আরও পড়ুন: নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ কৃষক নিহত
এর মধ্যে সোহাগ মিয়া কৃষিকাজসহ গরু লালনপালন করতেন ও শফিকুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
বিজ্ঞাপন
পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলে জানিয়েছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আনোয়ার হোসেন ও ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান।
প্রতিনিধি/ এমইউ

