সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০০ টাকার নতুন নোটে যবিপ্রবির গ্রাফিতি

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ০২ জুন ২০২৫, ১০:৩৮ এএম

শেয়ার করুন:

২০০ টাকার নতুন নোটে যবিপ্রবির গ্রাফিতি

দুইশ টাকার নতুন নোটে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি স্থান পেয়েছে। এ গ্রাফিতিটি খুলনার একটি দেয়ালে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে কেন্দ্র করে আঁকা হয়েছিল।

রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের বিভিন্ন মূল্যমানের নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষককে মারধর করায় সড়ক অবরোধ

এ বিষয়ে গ্রাফিতি অঙ্কনে অংশ নেওয়া শিক্ষার্থী ইমন হাওলাদার বলেন, দুই ছোট ভাইয়ের আবদারে আমার লিগামেন্ট ইনজুরি থাকার পরেও আর্ট শুরু করি। তবে এটা এভাবে জাতীয় পর্যায়ে চলে আসবে, তা কল্পনাতেও ছিল না। আমরা সবাই বেশ আনন্দিত বিষয়টি নিয়ে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দু’দিন ধরে আমরা এই কাজটি করি।

ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, গত ২৬ মে সোশ্যাল মিডিয়ায় এই নোটের একটি ছবি ছড়িয়ে পড়ে। তখনই মনে হয়েছিল যে আমাদের এই কাজটা হয়ত জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। যদিও তখন তা আনুষ্ঠানিক ছিল না, তবুও আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। বিশেষ করে যবিপ্রবির লোগোসহ গ্রাফিতিটি সবার দৃষ্টি কেড়েছিল। আজ নিশ্চিতভাবে জানলাম যে আমাদের গ্রাফিতিই নতুন ২০০ টাকার নোটে ছাপা হয়েছে। এটা আমাদের জন্য অনেক গর্বের।

আরও পড়ুন: চবিতে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার 


বিজ্ঞাপন


যবিপ্রবি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন, আমরা খুলনাস্থ যবিপ্রবি অ্যাসোসিয়েশন সামাজিক দায়বদ্ধতা থেকে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, গাছ রোপণ ও দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নিয়েছি। আমাদের আঁকা গ্রাফিতিতে দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের বার্তা ছিল। আলহামদুলিল্লাহ, এই গ্রাফিতিটি বাংলাদেশ ব্যাংকের নতুন দুইশ টাকার নোটে স্থান পেয়েছে। এ বিষয়টি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর