চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে বিশালাকৃতির একটি বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করেছে সোসাইটি ফর স্ন্যাকস অ্যাওয়ারনেসের রেসকিউ ও ভলানটিয়ার টিমের সদস্যরা। পরে সাপটিকে লোকালয় থেকে দূরে নিরাপদ জায়গায় অবমুক্ত করা হয়।
শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের কোণায় অবস্থিত শোভা কলোনি থেকে এটিকে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষককে মারধর করায় সড়ক অবরোধ
অজগর উদ্ধারকারীরা হলেন — সোসাইটি ফর স্ন্যাকস অ্যাওয়ারনেসের রেসকিউ টিমের সদস্য জাহিদুল ইসলাম, নাফিস হাসান ও ভলান্টিয়ার টিমের সদস্য মো. ইমরান, মো. ইরফানুল হক, সিফাত ও অর্ণব।
ভলান্টিয়ার টিমের সদস্য মো. ইমরান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, শোভা কলোনির একটি বাড়ির সামনে সাপের উপস্থিতি দেখতে পেয়ে বাড়ির বাসিন্দারা আতঙ্কিত হয়ে সোসাইটি ফর স্ন্যাকস অ্যাওয়ারনেসের রেসকিউ টিমের সদস্যদেরকে জানান। তৎক্ষণাৎ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে রেসকিউ টিম ও ভলান্টিয়ার টিমের সদস্যরা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটির বাংলা নাম ‘বার্মিজ অজগর’। এটি একটি অবিষধর সাপ।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এ সময় উপস্থিত সবার মাঝে সাপ ও সর্পদংশন বিষয়ক সচেতনতামূলক জরুরি বার্তা প্রদান করা হয়। সাপটিকে লোকালয় থেকে দূরে নিরাপদ জায়গায় অবমুক্ত করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

