শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফরিদপুরে যুবদল নেতার ওপর হামলা, প্রতিবাদে দোকানপাট বন্ধ

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ০৮:৫৫ এএম

শেয়ার করুন:

ফরিদপুরে যুবদল নেতার ওপর হামলা, প্রতিবাদে দোকানপাট বন্ধ

ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইমরান হোসেন লস্করের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (৩০ মে) সকাল ১১টার দিকে থানার সামনে অবস্থিত এনামুলের চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: জয়পুরহাটে সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ

পরে মাইকিং করে সদর বাজারের সব দোকানপাট বন্ধ ঘোষণা করেন বাজার বণিক সমিতির আহ্বায়ক এসএম খোসবুর রহমান খোকন।

স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে থানার মেইন গেট সংলগ্ন এনামুলের চায়ের দোকানের সামনে থেকে কয়েকজন আলফাডাঙ্গা সদর বাজারের ব্যবসায়ী ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইমরান হোসেন লস্করের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর আঘাতে রক্তক্ষরণ হলে, তাকে দ্রুত আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।

Screenshot_2025-05-31_085619এ ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে সদর বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয় বণিক সমিতি। দুপুর ১২টা থেকে এর কার্যক্রম শুরু হয়ে অনির্দিষ্টকালের জন্য এটি বলবৎ থাকবে বলে জানান ব্যবসায়ীরা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেফতার 

আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, দোকানপাট বন্ধের বিষয়টি জানতে পেরেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর