মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৬ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

Prison Momtaz

মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর থানায় দায়ের করা দুই মামলায় ছয়দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের সি‌নিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আইভি আক্তারের আদালতে উঠানো হলে তিনি এ আদেশ দেন। এর আগে দুই দিনের রিমান্ড শেষে আজ সকাল ৯টার দিকে হরিরামপুর থানা থেকে মমতাজ বেগমকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে আনা হয়। 


বিজ্ঞাপন


এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন খান বলেন, হরিরামপুর থানায় দায়ের হওয়া ভাঙচুর মামলায় দুইদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এই মামলা সংশ্লিষ্ট অনেক তথ্য তার কাছ থেকে পাওয়া গেছে। সেসব তথ্য আমরা তদন্ত করে দেখছি।

IMG-20250601-WA0007

এর আগে, ২২ মে সিংগাইর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুন নূর চারদিন এবং একই দিনে হরিরামপুর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় আরও দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভী আক্তার। সে জন্য গত ২৭মে সিংগাইর থানার ভবন ঝুঁকিপূর্ণ থাকায় মমতাজ বেগমকে হরিরামপুর থানায় রেখে সিংগাইর থানার এই মামলা তদন্ত কর্মকর্তা রিমান্ড শুনানি করেন। সিংগাইর থানার রিমান্ড শুনানি শেষে গত ৩০ মে পুনরায় হরিরামপুর থানায় দুই দিনের রিমান্ডের জন্য নেওয়া হয় মমতাজ বেগমকে। সেখান কার রিমান্ড শুনানি শেষে আজ তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ভারত থেকে ফিরে ঝিনাইদহ আ.লীগের শীর্ষ নেতা গ্রেফতার

সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন জানান, হত্যা মামলায় মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে তদন্ত করছি।

উল্লেখ্য, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। দীর্ঘ এক দশক পর চলতি বছরের ২৫ অক্টোবর ওই ঘটনায় নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর