সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারত থেকে ফিরে ঝিনাইদহ আ.লীগের শীর্ষ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ০৮:৪২ পিএম

শেয়ার করুন:

Bikash
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (৩১ মে) বিকেল ৫টার দিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে বিকাশকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


জেলা বিএনপির সভাপতির বাড়ি ও দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় জামিনে থাকলেও বিকাশ ইমিগ্রেশন পুলিশের কালো তালিকাভুক্ত ছিলেন বলে জানা গেছে। 

দর্শনা ইমিগ্রেশনের এসআই রমজান আলী জানান, গত ১৩ মে বিকাশ কুমার ঘোষ স্ত্রী-সন্তান নিয়ে দর্শনা বর্ডার দিয়ে ভারতে যান। ১৭ দিন ভারতে অবস্থানের পর শনিবার বিকেল ৫টার দিকে তিনি একই পথে দেশে ফিরে আসার পর দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

আওয়ামী লীগ নেতা বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন। তবে দর্শনা ইমিগ্রেশনে তিনি কালো তালিকাভুক্ত থাকায় তাকে গ্রেফতার করা হয় বলে ইমিগ্রেশনের কর্মকর্তারা জানান।

বিকাশ কুমার ঘোষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঞ্চল্যকর এমপি আনার অপহরণ ও হত্যা মামলার আসামি সাইদুল করিম মিন্টুর ঘনিষ্ঠ। সেই সুবাদে তিনি তরুণ বয়সেই ঝিনাইদহ জেলা জজ আদালতের জিপি পদে নিয়োগ পান। 


বিজ্ঞাপন


এছাড়া প্রবীণ নেতৃবৃন্দকে টপকে বিকাশ বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদকের পদ। ঝিনাইদহের আদালতপাড়ায় হয়ে যান একচ্ছত্র প্রভাবশালীদের একজন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর