রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দীঘিনালায় নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ৩১ মে ২০২৫, ০১:৪৬ পিএম

শেয়ার করুন:

দীঘিনালায় নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর লাশ উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাইনী নদীতে লাকড়ি ধরতে নেমে নিখোঁজ হওয়া তরিৎ চাকমার (৫৫) লাশ ২৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করেছে। 

শনিবার (৩১ মে) সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে গাড়ি থেকে লাফ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের 

নিখোঁজ তরিৎ চাকমা দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের কেতুচন্দ্র কার্বারি পাড়ার বাসিন্দা মৃত নন্দলাল চাকমার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে মাইনী নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানির স্রোতে পড়ে যান তরিৎ চাকমা। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছিল না।

আরও পড়ুন: চট্টগ্রামে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে ২ যাত্রী নিহত


বিজ্ঞাপন


দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর