সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে গাড়ি থেকে লাফ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের 

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ ক্যাডার গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে মালবোঝাই মাহিন্দ্র গাড়ি থেকে লাফ দিতে গিয়ে সাঈদ হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (৩০ মে) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর বোর্ড অফিস নামক স্থানে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ৮ ঘণ্টা পর জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। 

নিহত ওই যুবক দিনাজপুর কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর গ্রামের জমসের আলীর ছেলে। 

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এনজিও কর্মকর্তার


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মো. হাফিজুর রহমান জানান, মালবোঝাই মাহিন্দ্র গাড়িটি ভূল্লীর দিক হতে ঠাকুরগাঁওয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারালে প্রাণে বাঁচার জন্য চলতি গাড়ি থেকে লাফ দেন সাঈদ হোসেন। এতে সেই গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ধারণা করা হচ্ছে যে অন্য কোনো গাড়িকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় চালকের তেমন কোনো কিছু হয়নি। নিহতের লাশ উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর