শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিখোঁজের ৩ দিন পর খেত থেকে লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

নিখোঁজের ৩ দিন পর খেত থেকে লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের তিন দিন পর খেত থেকে নিরব শেখ (১৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রির সহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ মে) রাত ১০টার দিকে শহরতলীর বায়তুল আমান কোলপাড় এলাকার ফসলি খেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: অর্ধশতাধিক চুরি মামলার আসামি গণপিটুনিতে নিহত

নিরব শেখ ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর আকব্বর মোল্যা ডাঙ্গি গ্রামের রেজাউল শেখের বড় ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর আকব্বর মোল্যা ডাঙ্গি গ্রামের রেজাউল শেখের বড় ছেলে নিরব শেখ গত ২৬ মে দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এমনকি তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। পরের দিন ফরিদপুর কোতয়ালি থানায় জিডি করেন নিরব শেখের বাবা রেজাউল শেখ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নিঝুম দ্বীপে নামাজরত অবস্থায় নারীকে গলাকেটে হত্যা

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরতলীর বায়তুল আমান কোলপাড় এলাকার ফসলি খেতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরাও সেখানে গিয়ে নিরব শেখের লাশ শনাক্ত করে। পরে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর