শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিঝুম দ্বীপে নামাজরত অবস্থায় নারীকে গলাকেটে হত্যা

জেলা প্রতিনিধি, নোয়াখালী 
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৮:০৮ এএম

শেয়ার করুন:

নিঝুম দ্বীপে নামাজরত অবস্থায় নারীকে গলাকেটে হত্যা

হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নে নামাজরত অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা আমেনা বেগম (৪৫) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে।

বুধবার (২৮ মে) রাতে তাকে গলাকেটে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়। 


বিজ্ঞাপন


নিহত আমেনা নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাইক্লোন সেন্টারের পাশে এমরানের বাড়ির এমরানের স্ত্রী।  

স্থানীয় বাসিন্দা আমিরুল ইসলাম ববলু জানান, আনুমানিক রাত ১০টার সময় তার স্বামী যখন বাড়িতে এসে দরজা খোলা অবস্থায় দেখেন কুরআন শরিফ ও জায়নামাজ বিছানো রয়েছে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তখন তিনি খোঁজ নিয়ে দেখেন, তার লাশ পুকুরে ভাসমান অবস্থায় রয়েছে।  

স্থানীয়রা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর