রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিশালদেহী ‘শান্ত’ এখন ঈদের চমক: দাম ১৫ লাখ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

বিশালদেহী ‘শান্ত’ এখন ঈদের চমক: দাম ১৫ লাখ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার উত্তর শুতলকাঠি গ্রামে এক বিশালদেহী গরুকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় গ্রাম্য চিকিৎসক আশরাফুল হক শখের বসে লালন-পালন করেছেন ‘শান্ত’ নামের একটি ফ্রিজিয়ান জাতের গরু, যার ওজন এখন প্রায় ১৩০০ কেজি। কোরবানির ঈদকে সামনে রেখে এই গরুটিকে একনজর দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ।

২০২০ সালে গোসাইরহাট গরুর হাট থেকে ৫২ হাজার টাকা দিয়ে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের একটি এঁড়ে বাছুর কেনেন আশরাফুল হক। নিজের বাড়িতে ভালোবাসা আর যত্নে পাঁচ বছর ধরে গরুটিকে লালন-পালন করে গড়ে তোলেন তিনি। নাম রেখেছেন ‘শান্ত’। এখন শান্ত যেন পুরো এলাকার আকর্ষণের কেন্দ্রবিন্দু।


বিজ্ঞাপন


আশরাফুল জানান, ‘গরুটিকে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার যেমন কাঁচা ঘাস, গমের ভুসি, সরিষার খৈল ও ভুট্টার গুঁড়ো খাইয়ে বড় করেছেন। দৈনিক খরচ হয় ৮০০ থেকে ১০০ টাকা। রোগ-বালাই থেকে রক্ষা পেতে নিজেই চিকিৎসা দিয়ে আসছেন তিনি।

গরুটির উচ্চতাও নজরকাড়া—পেছনের অংশে ৬৫-৬৭ ইঞ্চি, সামনের অংশে ৭১-৭২ ইঞ্চি এবং লম্বায় ১০ ফুটেরও বেশি। এ ধরনের আকার-আকৃতির গরু এলাকায় বিরল হওয়ায় একনজর দেখতে সকাল-বিকেল বাড়ি আসছেন উৎসুক জনতা।’

আশরাফুল হক গরুটির দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা। তবে তিনি জানান, যারা কিনতে আগ্রহী, তাদেরকে আগে সরাসরি গরুটি দেখতে হবে। চূড়ান্ত দাম নির্ধারণ হবে পরিদর্শনের পর। দেশের যেকোনো প্রান্তে গরুটি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে তার পক্ষ থেকে।

কনেস্বর ইউনিয়ন পরিষদের সদস্য মাস্টার মজিদ মাদবর বলেন, “শান্ত দেখতে একদম দেশি গরুর মতো হলেও এটি আসলে ফ্রিজিয়ান জাতের। এর বিশাল আকার ও সুস্থতা দেখে প্রতিদিনই মানুষ ভিড় করছে। এ ধরনের গরু আমাদের এলাকায় আগে দেখা যায়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর