কুমিল্লা আদর্শ সদর উপজেলায় অবৈধ ভারতীয় চিংড়ির রেনুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ মে) ভোররাতের দিকে উপজেলার পাঁচথুবী ইউনিয়ন চাঁনপুর এলাকায় রেনুসহ ট্রাকটি জব্দ করে বিজিবি। এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৬৮ জনকে পুশইন করলো বিএসএফ
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়ন চাঁনপুর নামক স্থানে মালিকবিহীন একটি ট্রাকসহ ৫১ ড্রাম চিংড়ির রেনু জব্দ করা হয়।
আরও পড়ুন: বিজিবি-জনতার বাধায় সীমান্তে ৩৮ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ
বিজিবি জানায়, জব্দ মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। সীমান্তে ভারতীয় অবৈধ মালামাল জব্দে বিজিবি তৎপর রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

