মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৬৮ জনকে পুশইন করলো বিএসএফ

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৬৮ জনকে পুশইন করলো বিএসএফ

সিলেট-সুনামগঞ্জের তিন সীমান্ত দিয়ে আরও ৬৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (২৮ মে) ভোরে সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঝিনাইদহে প্রায় ১২০ কোটি টাকার মাদক ধ্বংস

পুশইন করা নারী-পুরুষ সবাইকে আটক করেছে বিজিবির টহল দল। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ২২ জন নারী ও ২৮ জন শিশু। আটকদের বাড়ি কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাট এলাকায়।

বুধবার সকালে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার


বিজ্ঞাপন


বিজিবি জানায়, ৪৮ বিজিবির অধীনস্ত তিনটি সীমান্ত দিয়ে কয়েকটি গ্রুপে বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ৬৮ জনকে পুশইন করে বিএসএফ। পুশইন করা সবাইকে সকালের মধ্যেই আটক করেছে বিজিবি।

এরপর সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ঝিংগাবাড়ি এলাকা থেকে পুশইন করা ছয়টি পরিবারের ২০ জন সদস্যকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে ছয়জন পুরুষ, সাতজন নারী ও ৭ সাতজন শিশু। আটক সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

অন্যদিকে বিজিবির অপর একটি টহল দল সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির অন্তর্গত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন এলাকা থেকে আরও ৩২ জনকে আটক করে। আটকরা পাঁচটি পরিবারের সদস্য। 

এছাড়াও সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির অন্তর্গত ছনবাড়ি এলাকা থেকে আরও পাঁচ পরিবারের ১৬ জনকে আটক করেছে বিজিবি। তাদেরকেও বিএসএফ পুশইন করেছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর