মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর 
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৮:৩৮ এএম

শেয়ার করুন:

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার

চাঁদপুর শহর ও সদরের মৈশাদী এলাকায় যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদকসহ সাদ্দাম খান (৩০), মামুন মাল (৩৮) ও মো. বাবুল (৬৮) নামে তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ মে) রাত ১০টায় শহরের হাজী মহসীন রোড ও সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে অভিযান চালিয়ে তালিকাভুক্ত এসব মাদককারবারিদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঝিনাইদহে ট্রেন থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার

রাত ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও সদর মডেল থানা পুলিশ তালিকাভুক্ত মাদককারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় মৈশাদী এলাকা থেকে মাদককারবারি সাদ্দাম ও মামুনকে গ্রেফতার করা হয়। তখন তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ পিস ইয়াবা। আরেক অভিযানে শহরের হাজী মহসীন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় বাবুলকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ও নগদ তিন হাজার ৭৬০টাকা।

আরও পড়ুন: ছাত্রদের কাছে গাঁজা বিক্রি করতে এসে যুবক আটক


বিজ্ঞাপন


পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতার ব্যক্তিদেরকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর