সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৭:৪৪ এএম

শেয়ার করুন:

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় সেতারা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ মে) দুপুর ৩টার দিকে পাথরঘাটা-বামনা মহাসড়কের ডৌয়াতলা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাবা-মায়ের সামনে ট্রাকচাপায় শিশু নিহত

নিহত সেতারা বেগম দক্ষিণ ডৌয়াতলা গ্রামের বাসিন্দা এবং মৃত আবদুল করিমের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতারা বেগম বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পাথরঘাটা থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। পরে ভ্যান ও পিকআপভ্যান দুটোই পাশেই দাঁড়িয়ে থাকা সেতারা বেগমের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন: খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত ১ 


বিজ্ঞাপন


এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং পিকআপভ্যানটি জব্দ করেছি। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর