মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

বাবা-মায়ের সামনে ট্রাকচাপায় শিশু নিহত

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৪ মে ২০২৫, ০৯:২০ এএম

শেয়ার করুন:

বাবা-মায়ের সামনে ট্রাকচাপায় শিশু নিহত
সোয়াদ আল সাফওয়ান

টাঙ্গাইলের সখীপুরে বাবা-মায়ের সামনে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২৩ মে) দুপুরে সখীপুর পৌর শহরের লাইফকেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত ১ 

সাফওয়ান উপজেলার গড়গোবিন্দপুর জামতলা এলাকার মাসুম শিকদার ও মিতু আক্তার দম্পতির ছেলে।

স্বজন ও পরিবার সূত্রে জানা যায়, ডাক্তার দেখানোর জন্য মাসুম-মিতু ছেলে সাফওয়ানকে নিয়ে ঢাকা-সখীপুর সড়কের পাশে লাইফকেয়ার ক্লিনিকের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে মিতু একাই সড়ক পার হয়ে অন্য পাশে যান। 

এ সময় শিশু সাফওয়ান তার বাবা মাসুমের পাশে অটোরিকশায় বসেছিল। পরে মাসুম অটোরিকশা থেকে নেমে অটোরিকশা চালককে ভাড়া পরিশোধ করছিলেন। এর ফাঁকে সাফওয়ান রিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য দৌড় দিলে হঠাৎ একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বরগুনায় গাছচাপায় এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

এ ঘটনায় সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর