নেত্রকোনার মোহনগঞ্জে পরিত্যক্ত একটি ভবনের কক্ষ থেকে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ ফেলে রেখে যায়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার আদর্শনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
অটোরিকশা চালক মো. ইদু মিয়া (২০) উপজেলার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজুবালি মিয়ার ছেলে। তিনি নানার বাড়ি আদর্শনগর শিবির এলাকায় বসবাস করছিলেন।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম নিহতের পরিবারের বরাতে জানান, সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতের এক পর্যায়ে ইদু মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কেউ তাকে বলে তার টাকা নিয়ে বাইরে যেতে। পরে ইদু মিয়া ঘর থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি। আজ সকালে তার ছোট ভাই ঘুম থেকে উঠে ইদু মিয়াকে ঘরে দেখতে পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা শিবির এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে ইদুর গলাকাটা লাশ দেখতে পেয়ে খানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
বিজ্ঞাপন
প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হয়েছে।
প্রতিনিধি/এসএস

