মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাভারে কাওরান বাজারের কুলিকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

Dead body Recover

ঢাকার সাভারে দুর্জয় শেখ (৪৮) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টার দিকে সাভার নামাবাজার কোটবাড়ি মসজিদ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত দুর্জয় শেখ ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোলপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীনের ছেলে। তিনি পেশায় ঢাকার কাওরান বাজারের কুলি ছিলেন।

আরও পড়ুন

নদীর চর থেকে শিকলে বাঁধা মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, আজ সকালে মসজিদের সামনে নিহতের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ এখানে ফেলে যায় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসাথে হত্যার কারণ ও হত্যাকারীকে খুঁজছে পুলিশ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর