বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৬ মে ২০২৫, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

Case
সাবেক এমপি সাজ্জাদুল হাসান

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনের হামলার অভিযোগে মামলা হয়েছে।

এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন সাদত ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ৬৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০-২০০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৬ মে) সকালে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ মে মদন থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে চোখ হারানো উপজেলার চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব। নবাব নেত্রকোনার আবু আব্বাছ কলেজের শিক্ষার্থী।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

মামলার এজাহারে অভিযোগ করা হয়, চলতি বছরের ১৮ জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মদন শহরে মিছিল বের করে। এ সময় কঠোর হাতে আন্দোলন দমাতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী নির্দেশ দেন তৎকালীন এমপি সাজ্জাদুল হাসান। এদিন আন্দোলন চলাকালে পুলিশকে পেছনে রেখে ছাত্র-জনতার ওপর গুলি চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে ৫০-৬০ জন ছাত্র-জনতা গুরুতর আহত হয়। আহত হলে নবাব এক চোখের দৃষ্টি হারান, অন্য চোখও মারাত্মক জখম হয়।


বিজ্ঞাপন


মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করে রোববার (২৫ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর