নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীন শুনানি শেষে এ আদেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে মামলার তদন্তকারী সংস্থা আইভীর ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করে। তবে শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া মিনারুল ইসলাম হত্যা মামলায় এই রিমান্ড আদেশ দেন আদালত।
এ মামলায় আইভীর সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত জানতে চান তদন্ত কর্মকর্তারা। মামলার বিষয়ে এখন পর্যন্ত দলীয় কিংবা ব্যক্তিগতভাবে সেলিনা হায়াৎ আইভীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিনিধি/একেবি

