বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মৌলভীবাজারের সীমান্তে এক দিনে ১২১ জনকে পুশইন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারের সীমান্তে এক দিনে ১২১ জনকে পুশইন

মৌলভীবাজারের দু’টি সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৪ মে) গভীর রাত থেকে শুরু হয়ে আজ রোববার (২৫ মে) সকাল পর্যন্ত চলে এ পুশইন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য নিহত

তবে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। তাদের পরিচয় নিশ্চিতে যাচাই-বাছাই চলছে। 

আরও পড়ুন: সীমান্তের ধানখেত থেকে ড্রোন উদ্ধার


বিজ্ঞাপন


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করা হয়। রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক আড়াইটা থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হয়। তখনই দেখা যায় যে ঘন জঙ্গল ও নৌ-পথ ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে দলবদ্ধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। বিজিবি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে সবাইকে হেফাজতে নেয় এবং তাদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর