নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাছনগর গ্রামে বিএনপির একপক্ষের হামলায় অপরপক্ষের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫-৬ জন।
শুক্রবার (২৩ মে) সকালে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম সফু (৪০)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: নারী পোশাক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী আটক
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ আগামী ঈদ উপলক্ষে দুর্গাপুরে কিছু শুভেচ্ছামূলক পোস্টার পাঠান। তার লোকেরা দুর্গাপুর বাজারসহ স্থানীয় বিএনপি অফিসে সেই পোস্টার লাগাতে গেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মাস্টার বাঁধা দেন।
পরে হামিদুর রহমান রাশেদ বিষয়টি দুর্গাপুর থানা পুলিশকে জানান। এতে জামাল মাস্টার আরও ক্ষিপ্ত হন। পরে তার নেতৃত্বে রাত সাড়ে ৮টার দিকে ২৫-৩০টি মোটরসাইকেলে কিছু ব্যক্তি আব্বাছনগর গ্রামে গিয়ে হামিদুর রহমান রাশেদের বাড়িতে হামলা চালায়। তারা আব্বাছনগর বাজারেও হামলা ও ভাঙচুর করে। হামলায় রাশেদের দূর সম্পর্কের ভাতিজা শফিকুল ইসলাম সফু নিহত এবং ৫-৬ জন আহত হন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
নিহতের স্বজনদের দাবি, হামলার সময় জামাল মাস্টারের লোকজন কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে এবং শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
ওসি মাহমুদুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিকেলে থানায় মামলা করবে । এদিকে হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

