সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালের পানিতে গোসলে নেমে মাদরাসা ছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

খালের পানিতে গোসলে নেমে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে খালের পানিতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে তানিয়া জাহান হিমু (৯) নামে চতুর্থ শ্রেণির এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: পোস্টার লাগানোকে কেন্দ্র করে হামলায় নিহত ১, আহত ৬

মৃত তানিয়া পৌরশহরের সাতুর এলাকার মো. সেরাজ মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মহিলা মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। 

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পৌরশহরের কাজিহাটি এলাকায় সাপমরা খালে গোসলে নেমে মৃত্যু হয় তানিয়ার।

আরও পড়ুন: খুলনায় পলিথিনে মোড়ানো যুবকের লাশ উদ্ধার


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানিয়া তার মামার বাড়ি পার্শ্ববর্তী কাজিহাটি গ্রামে যায়। পরে বৃহস্পতিবার বিকেলে সহপাঠীদের নিয়ে গ্রামের পাশে থাকা সাপমরা খালে গোসল করতে নামে। বৃষ্টিপাত ও ঢলের পানিতে খালে তখন স্রোত ছিল। একপর্যায়ে স্রোতে ভেসে যায় তানিয়া। এ সময় তার সহপাঠীরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে তানিয়াকে খুঁজাখুঁজি করতে থাকে। তখন শিশুটিকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। 

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও এলাকাবাসী মিলে দীর্ঘ সময় খুঁজাখুঁজির পর খাল থেকে তানিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।  

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর