সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝালকাঠিতে শুরু হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট  

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ১১:৫৬ এএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে শুরু হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট  

মাদকমুক্ত সমাজ গড়তে ঝালকাঠিতে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। 

শুক্রবার (২৩ মে) সকাল ১০টায় শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ চন্দ্র গাইন, তারুলী বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল। 

আরও পড়ুন: পলাতক ছোট মনিরের নির্দেশে মিছিল, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪

বক্তারা বলেন, ‘এ দেশের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক অবদান রয়েছে। বর্তমানে যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকমুক্ত দেশ গড়তে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’-এর আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন


তারুলী বয়েজ ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় অরবিট ক্রিকেট একাডেমি বরিশাল ও ইন্সপ্যায়ার ক্রিকেট ক্লাব অংশ নেয়। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর