শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

রংপুরে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নেছার আহমেদ (৫৪) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ মে) সকাল পৌনে ১১টার দিকে নিজ কর্মস্থল কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক

দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার। 

গ্রেফতার নেছার আহমেদ রংপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের হেডক্লার্ক। 

আরও পড়ুন: পলাতক ছোট মনিরের নির্দেশে মিছিল, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, তার নামে আরপিএমপি, রংপুর তাজহাট থানায় ১৪৩/১৪৭/৩২৬/৩০৭/১১৪ ধারায় পেনাল কোডে মামলা রয়েছে। মামলা নং-১৭। যা গত বছর ২৪ অক্টোবর দায়ের করা হয়। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে নেছার আহমেদকে গ্রেফতার করা হয়।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার জানান, গ্রেফতার নেছার আহমেদের নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী সময়ে হত্যাচেষ্টার মামলা রয়েছে। তিনি এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর