সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শৈলকুপায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

শৈলকুপায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় জিসান (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনার ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা

নিহত স্কুলছাত্র জিসান উপজেলার বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিসান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

আরও পড়ুন: রংপুরে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার


বিজ্ঞাপন


ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জন শিকারী বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর