শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশাল ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

জেলা প্রতিনিধি, বরিশাল 
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০৭:৪৫ এএম

শেয়ার করুন:

বরিশাল ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে বরিশাল ছাত্রদলের সহ-সভাপতি সবুজ হোসেন আকনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

মঙ্গলবার (২০ মে) এ বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান। তবে জমি নিয়ে বিরোধ থাকায় ভাবমূর্তি নষ্ট করতেই এ অভিযোগ তোলা হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্ত সবুজ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় ২ সহোদর গ্রেফতার

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোমবার এ মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগীর মা। আদালতের বিচারক অভিযোগটি মামলা হিসেবে গ্রহণে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। 

মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, বাদীর বোন পুলিশ কনস্টেবলের স্বামী সবুজ আকন। বোন অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেয়। তাকে দেখাশোনার জন্য তার মেয়ে এসএসসি পরীক্ষার্থীকে ২০২৪ সালের ২৩ জুলাই ভগ্নিপতি সবুজের গ্রামের বাড়ি বাবুগঞ্জ বকসিরচর গ্রামে পাঠানো হয়। তখন তার মেয়েকে নিয়ে মাঝে মাঝে সবুজ বরিশাল কেনাকাটা করতে যেত। 

আরও পড়ুন: সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় কিশোর গ্রেফতার


বিজ্ঞাপন


তবে কিছু দিন যেতে না যেতে মেয়েকে ভগ্নিপতি সবুজ কুপ্রস্তাব দেয়। এতে মেয়ে রাজি না হলে তাকে খুন করার ভয়-ভীতি দেখিয়ে আসামি সবুজ বরিশাল নগরীর আমানাতগঞ্জ এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে। এছাড়া বিভিন্ন সময় বাদী ও তার মেয়েকে হত্যার হুমকিও দেয়।

এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান বলেন, এ ধরনের অভিযোগ উঠলে বিষয়টি কেন্দ্রে জানানো হবে। এ ঘটনা সত্যি হলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর