রাজশাহীর বাঘায় মেয়েকে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শান্ত ইসলাম (৩৩) নামে এক বাবা নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হন।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেল সোয়া ৫টার দিকে আহত বাবা মারা গেছেন।
বিজ্ঞাপন
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শান্ত তার মেয়ে উম্মে সুরাইকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন। মোটরসাইকেলে তার অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. জেসমিনও ছিলেন। এ সময় বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন। এ সময় শান্ত ও তার মেয়ে সুরাইয়ার ডান পা ঘটনাস্থলে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় লোকজন বাসটিকে আটক করে এবং আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে বাবা ও শিশু মেয়ে এবং তাদের বিছিন্ন পা দুটিসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অবস্থার অবনতি হলে শান্তকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শান্ত আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সোয়া ৫টার দিকে মারা যান। তার মেয়ে ও স্ত্রীর চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, সকাল সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাসটি থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস

