রাজশাহীতে আখ খেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর ভড়ুয়াপাড়া বাইপাস রাস্তার ব্রিজের পশ্চিম পাশের একটি আখ খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আরএমপির বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা দেখতে পেয়ে আমাদের জানায়। আমরা এসে মরদেহটি উদ্ধার করেছি। পোস্ট মর্টেমের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে বেলপুকুর থানার ওসি।
এদিকে, রাজশাহী পিবিআইয়ের কর্মকর্তা জালাল উদ্দীন বলেন, মরদেহটি গলিত ছিল। কোনোভাবেই তার আঙ্গুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। আমরাও তদন্ত করে দেখছি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

