হবিগঞ্জ জেলার নবীগঞ্জের জালালপুর নামকস্থানে ঢাকা-সিলেট মহাসড়কে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়েছে। এতে অনন্ত ২৫ জন অজ্ঞাত যাত্রী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন।
স্থানীয়রা জানান, রোববার (১৮ মে) ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৫৯২৫) সিলেট যাওয়ার পথে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এসএস

