মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেঘনার ফুলতলায় জাহাজ ডুবি, ১২ নাবিক উদ্ধার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

Ship Sinking

হাতিয়ার ভাসানচর সীমানায় মেঘনার ফুলতলা বয়ার কাছে এমভি ইয়া এলাহী নামের একটি মালবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

এ সময় জাহাজে থাকা ১২ নাবিককে উদ্ধার করেছে এক মাছধরার ট্রলার।


বিজ্ঞাপন


রোববার (১৮ মে) বেলা ১১টার সময় মেঘনার ফুলতলা বয়ার কাছে জাহাজ ডুবির এ ঘটনা ঘটেছে।

thumbnail_IMG-20250518-WA0007

প্রত্যক্ষদর্শী এমভি ফাহিম রিফাত জাহাজের মাস্টার আজিজুর রহমান জানান, এমভি ইয়া এলাহী নামের জাহাজটি বিভিন্ন মালবোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যেতে দেখা যায়। ফুলতলা বয়ার কাছে এলে অতিরিক্ত ঢেউয়ের কারণে তলা ফেটে জাহাজটি ডুবতে শুরু করে। পরে ভাসানচরের কাছাকাছিতে থাকা একটি মাছ ধরার ট্রলার এসে জাহাজের বিপদগ্রস্ত ১২ নাবিককে উদ্ধার করে বলে জানান তিনি।

আরও পড়ুন

ভেঙে যাচ্ছে তিস্তা ব্রিজের সংযোগ সড়ক

এদিকে, উদ্ধার করা নাবিকদের উপকূলের কোন সীমানায় উঠানো হয়েছে তা এখনও জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিবেদক হাতিয়া কোস্ট গার্ড, নৌবাহিনী, ভাসানচর থানার ওসি এবং পার্শ্ববর্তী সন্দ্বীপ থানায় যোগাযোগ করেও উদ্ধার ব্যক্তিদের বর্তমান অবস্থান জানতে পারেনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর