রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাবেক ভাইস চেয়ারম্যান বাবুর ভাইসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি,  টাঙ্গাইল
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

সাবেক ভাইস চেয়ারম্যান বাবুর ভাইসহ সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার মামলায় টাঙ্গাইলের ভূঞাপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। 

রোববার (১৮ মে) দুপুরে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক

গ্রেফতার দুই নেতা হলেন - উপজেলার অলোয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বরকতপুর গ্রামের সোহরাব খন্দকারের ছেলে সাইফুল ইসলাম খন্দকার ওরফে বাবু (৪৫) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর ভাই সোহেল রানা ওরফে টিটু (৩৮)।

শনিবার (১৭ মে) রাতে অভিযান চালিয়ে উপজেলার ছাব্বিশা থেকে টিটু ও বরকতপুর থেকে সেচ্ছাসেবক লীগ নেতা বাবুকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: পলাতক ছোট মনিরের নির্দেশে মিছিল, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪


বিজ্ঞাপন


এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম খন্দকার ওরফে বাবু ও সোহেল রানা ওরফে টিটুকে গ্রেফতার করা হয়। পরে রাতেই টাঙ্গাইল সদর থানায় তাদেরকে সোপর্দ করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর