শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্রদের কাছে গাঁজা বিক্রি করতে এসে যুবক আটক

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০৯:২৬ এএম

শেয়ার করুন:

ছাত্রদের কাছে গাঁজা বিক্রি করতে এসে যুবক আটক

নাটোরের লালপুরে স্কুলছাত্রদের কাছে গাঁজা বিক্রি করতে এসে আল আমিন হোসেন (২৫) নামের এক যুবক আটক হয়েছেন। 

বুধবার (১৪ মে) লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আটক ওই যুবক উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল চকপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার জানান, দীর্ঘ দিন ধরে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করে আসছেন ওই যুবক। বুধবারও গাঁজা বিক্রি করতে স্কুলে আসেন, এ খবর পেয়ে তাকে আটক করা হয়। 

এ সময় তার কাছে থেকে গাঁজা ও মাদক সেবনের উপকরণ পাওয়া যায়। স্কুলের কোনো এক শিক্ষার্থী গাঁজা কেনার জন্য তাকে ডেকেছিল বলে আল আমিন স্বীকার করেন। পরে পুলিশের কাছে এ মাদক কারবারিকে হস্তান্তর করা হয়।

লালপুর ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, মাদক বিক্রির অপরাধে আল আমিন হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর