সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্রদল কর্মী হত্যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১০:৪৩ পিএম

শেয়ার করুন:

Arrest

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল কর্মী সুমন হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) বিকেল ৩টার দিকে পৌর এলাকার জানপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জুয়ায় হেরে নিজেকে অপহরণের নাটক সাজালেন যুবক

গ্রেফতার খালেদ সাইফুল্লাহ সাদী সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক হিসেবে দায়িত্বে ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন তালুকদার বলেন, আলোচিত হত্যা যুবদল কর্মী হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আজই আদালতের মাধ্যমে কারাগারে তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের সদস্য মো. সুমন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ আগস্ট নিহত সুমনের বাবা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর