জুয়ায় টাকা হেরে নিজেকে অপহরণের নাটক সাজান মো. তুষার মিয়া (২৫) নামে এক যুবক।
এ ঘটনায় ওই যুবকের বাবা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ ওই যুবককে ৬ দিন পর উদ্ধার করে পুলিশ। পরে জানা গেছে জুয়ায় টাকা হেরে নিজেকে অপহরণের নাটক সাজিয়েছেন তুষার।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে নেত্রকোনার আটপাড়া উপজেলায়।
শনিবার (১৭ মে) আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে তুষারকে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় থেকে উদ্ধার করা হয়।
তুষার মিয়া উপজেলার খিলা গ্রামের হাদিস মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
তুষারের বাবা হাদিস মিয়া বলেন, গত ১০ মে সকালে বাড়ি থেকে বের হয় তুষার। পরে রাতে ভিডিও কলে জানায় তাকে অপহরণ করা হয়েছে। তাকে মারধর করা হচ্ছে। দ্রুত ৫০ হাজার টাকা পাঠাতে হবে, অন্যথায় তাকে মেরে ফেলা হবে। এ সময় ভিডিও কলে শুধুমাত্র তার পা দেখা যাচ্ছিল আর মারধরের মতো শব্দ শোনা যাচ্ছিল। গরিব মানুষ এত টাকা কোথায় পাব এ নিয়ে চিন্তিত হয়ে পড়ি। পরে রাতেই আটপাড়া থানা পুলিশকে বিষয়টি জানাই। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ গতকাল শুক্রবার (১৬ মে) ময়মনসিংহ থেকে তুষারকে উদ্ধার করে। পরে জানতে পারি তুষার জুয়ায় টাকা হেরে নিজেই নিজেকে অপহরণের নাটক সাজায়।
তিনি আরও বলেন, আমার ছেলে যে জুয়ায় আসক্ত সেটা জানতাম না। এখন বিষয়টা জানতে পারলাম।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, বিষয়টি জানার পর তুষারকে উদ্ধারে কাজ শুরু করি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাতে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকার একটি হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। তুষারের মোবাইলফোনে বিভিন্ন জুয়ার সাইটে লগইন করা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তুষার জানিয়েছেন, অনলাইনে জুয়া খেলে টাকা হেরে অপহরণের নাটক সাজিয়ে সেই টাকা পরিবারের কাছ থেকে নিতে চেয়েছিলেন তুষার। পরে রাতেই তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস

