সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শপথ নিলেন দুই জামায়াত নেতা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ০৭:৫১ এএম

শেয়ার করুন:

Jamat

রাজশাহীতে জামায়াতে ইসলামীর দুই নেতা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৩ মে) বিকেলে নগরীর এক মিলনায়তনে অনুষ্ঠিত মজলিসে শুরা বৈঠকে তারা এ শপথ নেন।

ওই দুই নেতা হলেন- ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও ইমাজ উদ্দিন মণ্ডল। এদিন তাদের ওপর নতুন দায়িত্ব অর্পণ হিসেবে এ শপথবাক্য পড়ানো হয়।


বিজ্ঞাপন


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ সেশনের বাকি সময়ের জন্য জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। আর ইমাজ উদ্দিন মণ্ডল মহানগরীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

দাঁড়িপাল্লার প্রতীকের বিষয়ে বুধবার শুনানি

মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত মহানগরীর মজলিসে শুরা বৈঠকে এ দুই নেতাকে শপথবাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী।

নায়েবে আমিরের দায়িত্ব পাওয়া ডা. মোহাম্মদ জাহাঙ্গীর সামনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সেক্ষেত্রে রাজশাহী-২ (সদর) আসন থেকে লড়তে পারেন তিনি। ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। অ্যানেস্থিসিয়ার চিকিৎসক হিসেবে তার বেশ সুখ্যাতি রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর