সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেহেরপুরে অভিযানে পিস্তল, ককটেল বোমা ও গাঁজা উদ্ধার

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ১২ মে ২০২৫, ০৭:৪৪ এএম

শেয়ার করুন:

Operation

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল ও ৫টি ককটেল বোমা ও ২ পুরি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।

রোববার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহেশপুর গ্রামের পাকা সড়কের পাশে আলাউদ্দিনের মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


thumbnail_1000104444

সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের চোখতলা মাঠে ডাকাতির উদ্দেশে একদল দুষ্কৃতকারী ককটেল বোমা প্রস্তুত করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর ফারহান এবং লেফটেন্যান্ট মিনহাজের নেতৃত্বে একটি অভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা ২টি মোটরসাইকেলে পালিয়ে যায়। এলাকাটি তল্লাশি করে ১টি পিস্তল, ৫টি ককটেল বোমা এবং ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন

রাজশাহীতে পরকীয়ার জেরে যুবক খুন, গ্রেফতার ৫ আসামি

উদ্ধার করা পিস্তল, ককটেল বোমা ও গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর