সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে পরকীয়ার জেরে যুবক খুন, গ্রেফতার ৫ আসামি

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১১ মে ২০২৫, ১০:৪১ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে পরকীয়ার জেরে যুবক খুন, গ্রেফতার ৫ আসামি

রাজশাহীর দুর্গাপুরে পরকীয়ার জেরে মকবুল হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় এজহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

রোববার (১১ মে) র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক।


বিজ্ঞাপন


গ্রেফতার আসামিরা হলেন—মো. আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), মো. শাহাবুর (৩০), মো. রিপন (২৫) এবং মেহেদী হাসান ওরফে বাটুল (২২)। তারা সবাই রাজশাহীর দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামের বাসিন্দা। এই পাঁচজনই মকবুল হত্যা মামলার আসামি।

র‌্যাব জানায়, পরকীয়ার সূত্র ধরে বিয়ের দাবিতে গত ১৩ এপ্রিল ওই গ্রামের ইসমাঈল নামের এক ব্যক্তির বাড়িতে আসেন মোছা. মৌ (৩০) নামে এক নারী। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে পক্ষ-বিপক্ষের সৃষ্টি হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে গ্রামে সালিশ ডাকা হয়। সালিশে অংশ নিতে গিয়ে অভিযুক্তরা আধিপত্য বিস্তার করতে চাইলে মকবুল হোসেনসহ স্থানীয়রা বাধা দেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে সালিশ ত্যাগ করেন।

পরদিন, ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে আমচত্বর মোড়ে আসামিরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র—চাইনিজ কুড়াল, হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠি—নিয়ে মকবুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় মকবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব-৫ মামলাটির ছায়া তদন্ত শুরু করে। আত্মগোপনে থাকা আসামিদের খুঁজতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক জানান, রোববার (১১ মে) ভোরে র‌্যাব-৫ এর সিপিএসসি শাখার একটি দল কক্সবাজার সদর উপজেলার সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করে। পরে তাদের রাজশাহীতে এনে জিজ্ঞাসাবাদ শেষে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর