গাইবান্ধা শহরের একটি বাসায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর একটি দল। এসময় ৪৬১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে জেলা শহরের ফকিরপাড়ার সিরাজুল ইসলামের বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফকিরপাড়ার খাইরুল এনামের ছেলে সিরাজুল ইসলাম লিখন (৩২), সাদুল্ল্যাপুর উপজেলার গোপালপুর গ্রামের রকিবুল প্রধানের ছেলে রতন প্রধান (২৮) ও পলাশবাড়ি উপজেলার গোয়াল পাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সুমন মিয়া (৩০)।
আরও পড়ুন
এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৪৬১ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২৪ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওইস্থানে অভিযান পরিচালনা করেছে। গ্রেফতার ব্যক্তিদের থানায় হস্তান্তর করেন তারা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

