বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুজিবনগর সীমান্তে শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

মুজিবনগর সীমান্তে শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে এক শিশুসহ ১০ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে। 

শনিবার (৩ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে সীমান্তের ভবেরপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধীনস্থ মুজিবনগর বিওপির একটি টহল দল রাতেই সীমান্ত পিলার নম্বর ১০৫ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের ভেতরে ওই ১০ জনকে আটক করে। বিজিবির দাবি, আটককৃতরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান রোববার (৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী এবং একজন শিশু রয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইন, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ ঘটনায় মুজিবনগর বিওপির হাবিলদার মো. বাবুল হোসেন বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। আটক ব্যক্তিদের মুজিবনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর