যশোরের শার্শা বাগআঁচড়া এলাকায় ১০টি স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ মে) দুপুর ১২টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে শার্শা থানার পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতার শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল উপজেলার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম জানান, চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি টহল দল বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে শুভ ঘোষকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জিন্সপ্যান্টের পকেট থেকে এক কেজি ১৯২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে প্রকৃত এসব স্বর্ণের মালিক কে তা এখনও জানা যায়নি। আসামিকে আদালতে হস্তান্তর করে রিমান্ড চাওয়া হয়েছে। এরপরই বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। পরে জিন্সপ্যান্টের পকেট থেকে এক কেজি ১৯২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। গ্রেফতার যুবকের বিরুদ্ধে পাচারের মামলা দেওয়া হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণ কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

