বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ত্র-গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মোটা সবুজ গ্রেফতার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

অস্ত্র-গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী মোটা সবুজ গ্রেফতার

খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে সবুজ সানা ওরফে মোটা সবুজকে (২৯) গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ ও নৌ-বাহিনীর যৌথ টিম।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে লবণচরা থানার মতিয়াখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


কেএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

thumbnail_1000041809

গ্রেফতার মোটা সবুজ লবণচরা থানার মতিয়াখালি ৮ম গলির মৃত আজিজুল সানার ছেলে।

আরও পড়ুন

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ এপ্রিল রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে লবণচরা থানার মতিয়াখালি এলাকায় থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে থেকে ৫ রাউন্ড বার বোর কার্তুজ, ১টি কাটার, ২টি ছুরি, ২৪ পিস ইয়াবা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার সন্ত্রাসী মোটা সবুজের বিরুদ্ধে লবণচরা থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর